ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘শ্রীদেবীকে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার না দিতে বলেছিলাম’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৭, ১৪ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

শ্রী দেবীকে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার না দেওয়ার জন্য বার বার মানা করেছিলেন চিত্র পরিচালক তথা জাতীয় পুরস্কারের জুরি বোর্ডের প্রধান শেখর কাপুর। তিনি বলেন, শ্রীদেবী মারা গেছে। তাই এই শ্রেষ্ঠ পুরস্কার তার প্রয়োজন নেই। দেশের অনেক সম্ভবনাময় অভিনেত্রীকে এ পুরস্কার দেওয়া যেতে পারে।   

৬৫তম জাতীয় পুরস্কারের মঞ্চে `মম` ছবিতে অভিনয় করে দেশের শ্রেষ্ঠ অভিনেত্রীর স্বীকৃতি পেয়েছেন সদ্য প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী। শুক্রবারই ঘোষিত হয়েছে এই পুরস্কার। এরপরই শেখর বলেন, ...বিশ্বাস করুন, এই পুরস্কার তার (শ্রীদেবী) সঙ্গে আমার সম্পর্কের জন্য নয়। প্রত্যেকদিন সকালে আমি অন্যান্য জুরিদের বলতাম, দয়া করে অন্য কাউকে নির্বাচিত করুন। কারণ, এক মৃত ব্যক্তিকে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার দিলে, দেশের অনেক সম্ভবনাময় অভিনেত্রীর সঙ্গে অন্যায় করা হবে। কিন্তু, প্রত্যেক দিন নতুন করে ভোটাভুটি করেও আমরা বারবার শ্রীদেবীতে এসেই থামতাম...আমরা আসলে সকলে তাঁর সঙ্গে আবেগের বন্ধনে আবদ্ধ"।

শেখর কাপুরের এমন মন্তব্য শুনে আপত্তি জানিয়েছেন `মম`-এর পরিচালক রবি উদয়াওয়ার। রবি বলেন, "তিনি (শ্রীদেবী) এই পুরস্কারের যোগ্য। আমি এই খবরটা শুনে অত্যন্ত খুশি হয়েছি, কারণ এটা আমাদের সবার কাজের স্বীকৃতিও বটে। এই মুহূর্তে আমরা সবাই তার অভাব অনুভব করছি প্রবলভাবে"।

এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি