ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫

সংসদেও বসন্তের ছোঁয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০২, ১৩ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ২২:০৩, ১৩ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

বসন্তের ছোঁয়া লেগেছে জাতীয় সংসদেও। ঋতুরাজের রঙিন শাসনের অভিষেক উদযাপনের প্রভাব পড়ল এই জায়গায়। সংসদ সদস্যদের অনেকেই বাসন্তী রঙের পোশাক পরে মঙ্গলবার অধিবেশনে যোগ দেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরীও বাসন্তী শাড়ি পরে অধিবেশনের সভাপতির আসনে বসেন।

রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়েও সংসদ সদস্যরা স্পিকারসহ নিজ নিজ এলাকার মানুষকে বসন্তের শুভেচ্ছা জানাতে ভোলেননি।

সংসদের শুরুতেই অধিবেশনে হলুদ পাঞ্জাবি পরে অধিবেশন কক্ষে ঢোকেন সরকারদলীয় হুইপ ইকবালুর রহীম ও সংসদ সদস্য পংকজ দেবনাথ।

এদের মধ্যে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, সিমিন হোসেন রিমি, ফজিলাতুন নেসা বাপ্পি, নাসিমা ফেরদৌসী, জাতীয় পার্টির রওশন আরা মান্নানসহ অনেকেই বাসন্তী শাড়ি পড়ে সংসদ অধিবেশনে যোগ দেন।

সংসদ সচিবালয়ের অনেক কর্মকর্তা-কর্মচারীকেও দেখা যায় বাসন্তী রঙের শাড়ি, পাঞ্জাবি কিংবা টি-শার্ট পরে আসতে। পুরো সচিবালয়ের প্রায় সব দপ্তরেই অধিকাংশ নারী কর্মীদের পরনে ছিলে হলুদ বসন।

সংসদ সচিবালয়ের কর্মচারী মাহমুদুল হাসান শাওন বলেন, ‘বসন্তের আগমনে সবাই একটু নতুন পোশাকে অফিস করছি। সহকর্মীরা মিলে মিষ্টিও খেয়েছি।’

এসি/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি