ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

সন্ত্রাস-জঙ্গিবাদমুক্ত দেশ গড়ার আন্দোলন আরো বেগবান করার আহবান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৬, ১৯ মে ২০১৭ | আপডেট: ১৭:৫৭, ১৯ মে ২০১৭

Ekushey Television Ltd.

সন্ত্রাস-জঙ্গিবাদমুক্ত দেশ গড়ার আন্দোলন আরো বেগবান করার আহবান জানিয়েছেন ছাত্র ইউনিয়নের নেতারা।
চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে সংগঠনের জেলা সম্মেলন উদ্বোধন করেন শহীদ জায়া বেগম মুশতারী শফি। পরে বক্তারা বলেন, এখনো বাংলাদেশকে ঘিরে ধর্মান্ধ, সাম্প্রদায়িক অপশক্তি, মৌলবাদী স্বৈরাচারী শক্তি ষড়যন্ত্র করছে। মুক্তিযুদ্ধের পক্ষের দেশপ্রেমিক, প্রগতিশীল শক্তিকে আরো ঐক্যবদ্ধ হয়ে সব অপশক্তি প্রতিহত করতে হবে। সম্মেলনে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি জিলানী শুভ, সহ-সভাপতি মেহেদী হাসান নোবেলসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। পরে নগরীতে বের করা হয় বর্ণাঢ্য র‌্যালি। 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি