ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

সন্ধ্যায় বঙ্গভবনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৮, ১৬ অক্টোবর ২০১৯ | আপডেট: ১৭:৫৮, ১৬ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে যাবেন বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

গত ২২ থেকে ২৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নিউইয়র্ক সফরে যান। সেখানে জাতিসংঘের ৭৪তম অধিবেশনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর গত ৩ থেকে ৬ অক্টোবর ভারত সফরে যান প্রধানমন্ত্রী।

নিউইয়র্ক সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা সংকট মোকাবিলা, সন্ত্রাস, জঙ্গিবাদ মোকাবিলাসহ নানা বিষয়ে বিশ্বনেতাদের মনোযোগ আকর্ষণ করেন। এছাড়া নয়া দিল্লি সফরকালে দুইদেশের মধ্যকার একাধিক চুক্তি ও সমঝোতায় স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাধারণত বিদেশ সফর থেকে ফিরে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে বিভিন্ন বিষয়ে অবহিত করেন প্রধানমন্ত্রী। এছাড়া সৌজন্য সাক্ষাৎকালে সমসাময়িক নানা বিষয়েও রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী আলোচনা করবেন।

 টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি