ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪

‘সম্মিলিত প্রচেষ্টাই পারে এসডিজি’কে সফল করতে’

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪৭, ১৯ ডিসেম্বর ২০১৯

এসডিজি বাস্তবায়ন সরকার বা কারো একার পক্ষে সম্ভব নয়। পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলো দেশের সবাইকে সম্পৃক্ত করেই উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালিত করে এসডিজি বাস্তবায়ন করছে। তেমনি আমাদেরকেও সম্মিলিত প্রচেষ্টায় এর সুফল নিয়ে আসতে হবে।

এজন্য এসজিডি বাস্তবায়নে বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতি রোধের পাশাপাশি কাজে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসম্পৃক্ততা নিশ্চিত করতে হবে। তবেই আমরা এর সফলতা নিয়ে আসতে পারবো।

বুধবার রাজধানীর আইসিসিবিতে এসডিজির ১৭টি অভিষ্ট লক্ষ্য অর্জনে ‘এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের’ উদ্যোগে সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, জামালপুরসহ ১৩ জেলার গণসম্পৃক্ত সংগঠনের অংশগ্রহণে জাতীয় সম্মেলনে উপস্থিত বিশিষ্টজনেরা এসব কথা বলেন।

এসময় এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও সিপিডির ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্যের সভাপতিত্বে সাংসদ সাবের হোসেন চৌধুরী, হাফিজ আহমেদ মজুমদার, সিপিডির চেয়ারম্যান অধ্যাপক ড. রেহমান সোবহান, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেন্সজে তেরিঙ্কসহ অর্থনীতিবিদরা বক্তব্য রাখেন।

বক্তারা আরও বলেন, ২০ বছর আগে যেখানে আমরা নিজেদের ব্যক্তিগত দাবি নিয়ে কথা বলতাম। এখন প্রেক্ষাপট পাল্টে গেছে। শুধু নিজেদের নয় আমরা সম্মিলিত দাবি নিয়ে সবাই অগ্রসর হচ্ছি। যা ২০৩০ সালের মধ্যে এসডিজি বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করবে।

ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় সিপিডি ও অক্সফ্যামের যৌথ উদ্যোগে এই সম্মেলনে মানবমুক্তি, ইউএস উন্নয়ন সংঘ, এসকেএস, জিইউকে, পল্লীশ্রী, ডাক দিয়ে যাই, জাগোনারী, সুশীলন, পপি, এসডাব্লিউএফ, বিএমপিএসসহ মোট ১৩টি সহযোগী উন্নয়ন প্রতিষ্ঠানের তৃনমূল পর্যায়ের সিবিও সদস্য, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ এনজিও প্রতিনিধিরা অংশ নেন।

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি