‘সরকারি কর্মচারী আইনে ঘুষখোর-দুর্নীতিবাজদের খুশির কিছু নেই’
প্রকাশিত : ১৮:৪৭, ২৫ অক্টোবর ২০১৮

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, সরকারি কর্মকর্তা কর্মচারিদের নতুন আইন নিয়ে খুশি হওয়ার কিছু নেই। যারা ঘুষখোর-দুর্নীতিবাজ তাদের আনন্দিত, উল্লাসিত বা উচ্ছ্বসিত হওয়ার তেমন কিছু নেই।
বৃহস্পতিবার (২৫ অক্টোবর) দুপুরে অফিস থেকে বের হওয়ার সময় সদ্য পাস হওয়া এ আইন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
দুদক চেয়ারম্যান বলেন, বিশ্বের কোনো দেশেই আইন করে অপরাধীকে অব্যাহতি দেওয়া হয় না। নতুন যে বিলটি সংসদে পাস হয়েছে, সেটিও অপরাধীকে দায়মুক্তি দেওয়ার আইন নয় বলে আমি মনে করি।
‘উল্লিখিত বিলে বলা হয়েছে, সরকারি দায়িত্ব পালনকালে কোনো ফৌজদারি অপরাধ করলে- ঘুষ খাওয়াতো কোনো সরকারি কাজ নয়, আর কেউ বলতেও পারবেন না ঘুষ খাওয়ার সময় দুদক আমাকে আটক করেছে’
ইকবাল মাহমুদ বলেন, এই বিল দুদকের কোনো বিদ্যমান আইনের সঙ্গে সাংঘর্ষিকও নয়। দুদক কারও হুকুমে বা কারও অনুমতি নিয়ে কোনো কাজ করে না। করবেও না। আমি বলতে চাই- দুদক তার স্বাভাবিক কাজ, ফাঁদ কার্যক্রমসহ সব চালিয়ে যাবে। নুতন আইন হলেও তা দুদকের কাজে কোনো প্রভাব ফেলতে পারবে না।
এসি
আরও পড়ুন