ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

সরকারি চাকরিতে ‘ডোপ টেস্ট’ বাধ্যতামূলকের পরিপত্র জারি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১১, ৯ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ২৩:২৭, ৯ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

এখন থেকে সকল শ্রেণির সরকারি চাকরিতে প্রবেশের সময় বিদ্যমান অন্যান্য ব্যবস্থার সঙ্গে ডোপ টেস্ট বা মাদক পরীক্ষা বাধ্যতামূলক করার নির্দেশনা জারি করা হয়েছে।     

এ নিয়ে গত ৫ ডিসেম্বর স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) ডা. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত একটি পরিপত্র জারি হয়।  

পরিপত্রে বলা হয়, সকল শ্রেণির সরকারি চাকরিতে প্রবেশের সময় বিদ্যমান অন্যান্য ব্যবস্থার সাথে ডোপ টেস্ট অন্তর্ভুক্ত করে এবং প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে প্রতিবেদন পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) এর কাছে পাঠাতে হবে।

প্রতি বছর সরকারি প্রতিষ্ঠানে হাজার হাজার তরুণ-তরুণী চাকরিতে প্রবেশ করছে। চাকরির ক্ষেত্রে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা নেয়া হতো। বর্তমানে মাদকাসক্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাই সরকারি চাকরিতে যাতে কোনো মাদকাসক্ত প্রবেশ করতে না পারে সে জন্য এখন থেকে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হচ্ছে।

এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি