ঢাকা, রবিবার   ২০ জুলাই ২০২৫

সরকারি চাকরিতে ৭৫ শতাংশ নিয়োগ হচ্ছে মেধায়: মুহিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৪, ৮ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

কোটা নিয়ে আন্দোলনের কিছু নেই, সরকারি চাকরিতে মেধার ভিত্তিতেই ৭৫ শতাংশ নিয়োগ হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ রোববার রাজধানীর হোটেল ওয়েস্টিনে অনুষ্ঠিত ‘ভবিষ্যতের জন্য বাজেট : তারুণ্য, দক্ষতা ও কর্মসংস্থান’ শীর্ষক সেমিনার (পলিসি ব্রেকফাস্ট) শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

এম এ মুহিত বলেন, কোটা নিয়ে আন্দোলন হলেও চাকরিতে মেধার ভিত্তিতেই ৭৫ শতাংশ নিয়োগ হয়ে থাকে। কোটা নিয়ে আন্দোলনের কিছু নেই। দেশে কর্মসংস্থানহীন প্রবৃদ্ধি হচ্ছে, এটা উদ্বেগজনক। কর্মসংস্থানের হার বাড়াতে সরকার কাজ করছে।

জননীতি গবেষণা প্রতিষ্ঠান আইআইডি বিগত কয়েক বছর ধরে জননীতির গুরুত্বপূর্ণ বিষয়ে পলিসি ব্রেকফাস্ট আয়োজন করে আসছে। বাংলাদেশস্থ কানাডিয়ান হাইকমিশন এ আয়োজনের সহযোগী হিসাবে কাজ করেছে। অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান উপস্থিত ছিলেন। এর আগে অনুষ্ঠিত বৈঠকে কানাডিয়ান হাইকমিশনার বেনোইত প্রিফন্টেইন বক্তব্য রাখেন।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি