ঢাকা, বৃহস্পতিবার   ১০ জুলাই ২০২৫

‘সরকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে কাজ করছে’

প্রকাশিত : ২৩:১৩, ১২ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে কাজ করছে। সংসদ ভবনস্থ কার্যালয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের কর্মকর্তারা সৌজন্য সাক্ষাৎ করতে এলে আজ মঙ্গলবার তিনি তাদের এ কথা বলেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান মনোয়ার ইসলাম, এনার্জি রেগুলেটরি কমিশনের সদস্য রহমান মুর্শেদ, মাহমুদউল হক ভূইয়া, মো. আবদুল আজিজ খান, মো. মিজানুর রহমান ও কমিশনের সচিব রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

স্পিকার বলেন, ২০০৯ সালে দেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ছিল সাড়ে তিন হাজার মেগাওয়াট। সরকারের যুগোপযোগী কর্মপরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়নের ফলে বর্তমানে দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২০ হাজর মেগাওয়াটে উন্নিত হয়েছে। তিনি এনার্জি রেগুলেটরি কমিশনের কার্যাবলীর প্রশংসা করে গ্রাহক সন্তুষ্টি অর্জনে আরও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

এ সময় কমিশনের চেয়ারম্যান তাদের কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে স্পিকারকে অবহিত করেন।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি