ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫

সরাইলে ১২ প্রার্থীকে আর্থিক জরিমানা 

সরাইল প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪১, ১৫ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

তৃতীয় দফায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সহকারি ম্যাজিস্ট্রেট মো. সামিন সারোয়ার রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 

এ সময় নির্বাচনী আচরণ বিধি অমান্য করায় বিভিন্ন পদের ১২ জন প্রার্থীকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেন। আগামী ২৮ নভেম্বর ৩য় দফায় সরাইল উপজেলায় ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।

সহকারি ম্যাজিস্ট্রেট মো. সামিন সারোয়ার বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাচনী আচরণ বিধি অমান্য করায় বিভিন্ন পদের ১২ জন প্রার্থীকে জরিমানা করা হয়েছে।  

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল হক মৃদুল জরিমানার বিষয়টি নিশ্চিত করেন।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি