ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

সরিষাবাড়ির নিখোঁজ মেয়রকে শ্রীমঙ্গল থেকে উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২১, ২৭ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ২২:৫৩, ৩০ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

রাজধানীর উত্তরা থেকে নিখোঁজ হওয়া জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার মেয়র রুকুনুজ্জামানকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে উদ্ধার করেছে পুলিশ। শ্রীমঙ্গল থানা পুলিশ বুধবার দুপুর ১টার দিকে উপজেলার কালিঘাট ইউনিয়ন অফিসের সামনে থেকে তাকে উদ্ধার করে।

শ্রীমঙ্গল থানার ইন্সপেক্টর (তদন্ত) সোহেল রানা গণমাধ্যমকে জানান, উপজেলার কালীঘাট ইউনিয়নের কালীঘাট রোডে তাকে পাওয়া যায়। কিছুটা অস্বাভাবিক অবস্থায় দেখতে পেয়ে স্থানীরা তার পরিচয় জানতে চান। পরে পুলিশ এসে প্রথমে তাকে শ্রীমঙ্গল থানায় ও দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যায়।

তিনি জানান, রুকুনুজ্জামান দাবি করেছেন বুধবার ভোর সাড়ে ৩টা দিকে গাড়িতে করে কিছু লোক তাকে ফেলে গেছে। তবে তিনি তাদের কাউকে চিনতে পারেননি।

উল্লেখ্য, গত সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় তিনি রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরের গাউসুল আজম রোডের বাসা থেকে বের হন। এরপর তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। এ বিষয়ে সোমবার রাতে তার ভাই সাইফুল ইসলাম টুকন উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি