ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫

ট্রেনের টিকিট কালোবাজারি

সহজের সিস্টেম ইঞ্জিনিয়ার আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৯, ২৮ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে মো. রেজাউল করিম (রেজা) নামে রেলওয়ের টিকিট বিক্রয়কারী প্রতিষ্ঠান সহজের একজন সিস্টেম ইঞ্জিনিয়ারকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ ঘটনায় তাকে চাকরিচ্যুত করেছে সহজ কর্তৃপক্ষ।

র‌্যাব-১-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন বুধবার দিনগত রাতে আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

জানা গেছে, সহজ-সিনেসিস-ভিনসেন জেভির মাধ্যমে সম্প্রতি রেলের সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ পান রেজাউল। রেল ব্যবস্থাপনার কাজ সুষ্ঠু ও অভিজ্ঞ কর্মী দ্বারা পরিচালনার জন্য চলতি বছরের ২১ মার্চ রেজাউলকে নিয়োগ দেওয়া হয়।

সহজ-সিনেসিস-ভিনসেন জেভি এই ঘটনার নিন্দা জানিয়েছে এবং অভিযুক্ত রেজাউলকে চাকরিচ্যুত করেছে।

এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, রেজাউলের বিরুদ্ধে টিকিট কালোবাজারির মতো ঘৃণ্য অপরাধ এবং প্রতিষ্ঠানের মানহানির অভিযোগে ব্যবস্থা গ্রহণ করা হবে। ভবিষ্যতে এমন কোনো ঘটনার পুনরাবৃত্তি হলে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি