ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫

সহযোগিতার আশ্বাস নেপালের প্রধানমন্ত্রীকে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৬, ১২ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

কাঠমান্ডুতে ইউএস-বাংলা বিমানের মর্মান্তিক দুর্ঘটনার পর সিঙ্গাপুরে চারদিনের সরকারি সফরে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেপালের প্রধানমন্ত্রী খাড়গা প্রসাদ শর্মা ওলিকে ফোন করেছেন। এসময় প্রধানমন্ত্রী নেপালকে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুর করিম সিঙ্গাপুর থেকে জানান, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিঙ্গাপুর সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে নেপালের প্রধানমন্ত্রীকে ফোন করেন এবং এই বিমান বিধ্বস্তের প্রেক্ষিতে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।’

খাড়গা প্রসাদ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে জানান, তিনি বিমান বিধ্বস্তের পর পরই ঘটনাস্থলে ছুটে যান এবং দ্রুততার সঙ্গে উদ্ধার অভিযান পরিচালনার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

শেখ হাসিনা নেপালের প্রধানমন্ত্রীকে জানান, কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দর চালুর পর পরই তিনি নেপালকে সহায়তা করার জন্য একটি দল পাঠাবেন। প্রধানমন্ত্রী আরো বলেন, এ ব্যাপারে বাংলাদেশ নেপালকে সবধরনের সহায়তা দেবে। বাসস

আর/এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি