ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

সহযোগী অধ্যাপক হলেন ৫৭৪ জন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৭, ২৬ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

বড় আকারে পদোন্নতি দেওয়া হলো শিক্ষা ক্যাডারে। সহকারী অধ্যাপক ও সমপর্যায়ের ৫৭৪ জন কর্মকর্তাকে সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার।

গতকাল বৃহস্পতিবার বিসিএস শিক্ষা ক্যাডারের এসব কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে যোগ দিয়ে আগের পদেই দায়িত্ব পালন করতে বলা হয়েছে।

আর শিক্ষা ছুটি, উচ্চ শিক্ষা নেওয়ার জন্য প্রেষণে বা লিয়েনে থাকা কর্মকর্তাদের ছুটি শেষে পদোন্নতিপ্রাপ্ত পদে যোগ দিতে হবে।

এর আগে ১০ সেপ্টেম্বর সহযোগী অধ্যাপক ও সমপর্যায়ের ৪০৯ জন কর্মকর্তাকে অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়। বৃহস্পতিবার আরও দুজন সহযোগী অধ্যাপককে পদোন্নতি দিয়ে অধ্যাপক করা হয়েছে।

পদোন্নতিপ্রাপ্ত সহযোগী অধ্যাপকদের তালিকা 

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি