ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

সহিংতা প্রতিরোধে খাগড়াছড়িতে ১০ দিনব্যাপী কারাতে প্রশিক্ষণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৬, ৬ জুন ২০১৭ | আপডেট: ১৮:২৪, ৬ জুন ২০১৭

Ekushey Television Ltd.

নারী ও কন্যা শিশুর প্রতি সহিংতা প্রতিরোধে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হলো ১০ দিনব্যাপী আত্মরক্ষামুলক কারাতে প্রশিক্ষণ।
খাগড়াছড়ি কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের ২০জন ছাত্রী এতে অংশ নেয়। দুপুরে সমাপনী অনুষ্ঠানে ইউএনডিপি সিএইচটিডিএফ’এর জেলা ম্যানেজার প্রিয়তর চাকমা উপস্থিত ছিলেন। সঠিক সময়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রেও কারাতে প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, ইউএনডিপি ভবিষ্যতেও এই প্রশিক্ষণ অব্যাহত রাখবে। অনুষ্ঠানে বক্তারা বলেন, নারী ও কন্যা শিশুকে আত্মপ্রত্যয়ী ও শারিরীক ভাবে সক্ষম করে গড়ে তোলার জন্য কারাতে প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি