সাংবাদিক গৌতম হত্যা: যাবজ্জীবনপ্রাপ্ত ৪ আসামি খালাস
প্রকাশিত : ১৪:৫৯, ৩০ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১৫:৩২, ৩০ জানুয়ারি ২০১৯

এক যুগের বেশি সময় আগে ফরিদপুরে সাংবাদিক গৌতম দাস হত্যা মামলায় জজ আদালতের দেওয়া নয়জনের যাবজ্জীবন কারাদণ্ডের মধ্যে চারজনকে খালাস দিয়েছেন হাইকোর্ট।
বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল শুনানি শেষে বুধবার বিচারপতি এ কে এম আবদুল হাকিম ও বিচারপতি ফাতেমা নজীবের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৫ সালে ফরিদপুর শহরের মুজিব সড়কের সংস্কার এবং পুনর্নির্মাণকাজের অনিয়ম ও দুর্নীতির সংবাদ পরিবেশন করায় দৈনিক সমকালের ফরিদপুর ব্যুরো প্রধান গৌতমকে ওই বছরের ১৭ নভেম্বর শ্বাসরোধ করে হত্যা করা হয়। ওই দিনই ‘সমকাল’-এর জেলা প্রতিনিধি হাসান উজ্জামান বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। দীর্ঘ আট বছর বিচার শেষে ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন ২০১৩ সালে এ মামলার রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- আসিফ ইমরান, আসিফ ইমতিয়াজ, কাজী মুরাদ, কামরুল ইসলাম, সিদ্দিকুর রহমান, আসাদ বিন কাদির, রাজীব হাসান, তামজিদ হোসেন ও আবু তাহের মোহাম্মদ মুর্তজা।
ওই রায়ের বিরুদ্ধে আসামিরা পাঁচটি ফৌজদারি আপিল করেন হাইকোর্টে। সে সব আপিলের ওপর উভয়পক্ষের শুনানি হয়। এতে পাঁচজনের সাজা বহাল রেখে চারজনকে খালাস দিয়েছেন আদালত।
একে//
আরও পড়ুন