ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

সাংবিধানিকভাবে প্রার্থী হওয়ার সুযোগ নেই খালেদা জিয়ার

প্রকাশিত : ১৬:২০, ১৯ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৭:৫৩, ২০ নভেম্বর ২০১৮

মাহবুবে আলম। ছবি: সংগৃহীত

মাহবুবে আলম। ছবি: সংগৃহীত

Ekushey Television Ltd.

সাংবিধানিকভাবে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ নেই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল  অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আজ সোমবার নিজ কর্যালয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

তিনি বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাঁচ বছরের সাজা বাড়িয়ে ১০ বছর করেছেন হাইকোর্ট। এ রায়ের পর মামলাটিতে খালেদা জিয়ার জামিন বাতিল হয়ে গেছে।

একই সঙ্গে এ রায়ের মধ্য দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য হয়ে গেছেন খালেদা জিয়া।তিনি আরও বলেন, সাংবিধানিকভাবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না খালেদা জিয়া।

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি