ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫

সাইকেল চালাতে গিয়ে আহত ঋতুপর্ণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৮, ২২ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত সাইকেল চালাতে গিয়ে আহত হয়েছেন। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে সিঙ্গাপুরে রয়েছেন। 

ঋতুপর্ণা জানান, ‘চলন্ত সাইকেল নিয়ে ডান দিকে ইউটার্ন নিতে গিয়েছিলাম। তখনই সামলাতে না পেরে বেকায়দায় মোচড় লাগে ডান হাতের কব্জিতে। সঙ্গে সঙ্গে অবশ হয়ে যায় হাত, আঙুল। কব্জির পাশাপাশি ডান হাতের তৃতীয় আঙুলেও চোট পেয়েছি।’

তিনি জানান, ‘ডাক্তার বলেছে কব্জি বা আঙুলে কোনও চিড় ধরেনি, এটাই সবচেয়ে ভাল খবর। দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য হাতে আকুপাংচার করাচ্ছি। তাতে ব্যথা অনেকটাই বশে। আগের থেকে অনেকটাই ভাল আছি। চেষ্টা করছি দ্রুত সুস্থ হওয়ার।’

লকডাউনে কলকাতায় আপাতত কাজ না থাকলেও সিঙ্গাপুরে বসেই নিজের ইউটিউব চ্যানেল খুলেছেন ঋতুপর্ণা। সেখানে তিনি সিনেমা সংক্রান্ত নানা বিষয় নিয়ে নিয়মিত আলোচনায় যোগ দিচ্ছেন।  

এসইউএ/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি