ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ৬৪তম বার

প্রকাশিত : ১২:৪১, ৩১ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল আবারও পেছাল। আজ রোববার নির্ধারিত দিনে তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়ায় ১২ মে নতুন দিন ধার্য করেছেন আদালত। এ নিয়ে আলোচিত এই হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৬৪ বার পেছাল।

আজ রোববার মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্ত সংস্থা র‌্যাব প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস নতুন দিন ধার্য করেন।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক গোলাম মোস্তফা সারোয়ার ওরফে সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন নাহার রুনা ওরফে মেহেরুন-রুনি দম্পতি রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় খুন হন। এরপর থেকে সাংবাদিক দম্পতি হত্যার ঘটনাটি ধোঁয়াশাতেই রয়েছে।

ঘটনার পর নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি