ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১১, ৯ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় ইউপি চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সহ-সাংগঠনিক সম্পাদক কেএম মোশারফ হোসেনকে (৪৮) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সাতক্ষীরা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শনিবার দিবাগত রাত ১১টার দিকে কৃষ্ণনগর বাজারে ইউনিয়ন যুবলীগ অফিসে মুখোশ পরা দুর্বৃত্তরা গুলি করে তাকে হত্যা করে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে কৃষ্ণনগর ইউনিয়ন যুবলীগ অফিসে মতবিনিময় করছিলেন চেয়ারম্যান কেএম মোশারফ। রাত ১১টার দিকে তিনটি মোটরসাইকেলে এসে মুখোশ পরা কে বা কারা তাকে গুলি করে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়। পরে ঘটনাস্থলেই কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মারা যান।

পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান বলেন, আমি ছুটিতে রয়েছি। তবে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের ফোর্স পাঠানো হয়েছে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি