ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

সাতক্ষীরায় বজ্রপাতে ৪ জন নিহত   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৩, ২৫ জুন ২০১৮

Ekushey Television Ltd.

সাতক্ষীরার দুই উপজেলায় বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত নয়জন।  

শ্যামনগর থানার ওসি সৈয়দ মান্নান আলী জানান, সোমবার বেলা ১টার দিকে কয়েকজন দিনমজুর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের গুমনতলী গ্রামে মাছের ঘেরে কাজ করছিলেন।

“এ সময় বজ্রপাতে স্থানীয় শ্রীকান্ত মণ্ডলের স্ত্রী জোসনা মণ্ডল ও মুজিদ মোল্লার স্ত্রী জিন্নাতুন্নেসার (৪০) মৃত্যু হয়।”

এতে আটজন আহত হয় বলে ওসি জানান।  

তারা হলেন ফুলদাসী (৪৫), আনিসুর রহমান (৩৫), ঝর্ণা পারভিন (৩৩), আনোয়ারা খাতুন (৩৮), কুলসুম বিবি (৪০), আনোয়ারা বিবি (৩৬), রহিমা খাতুন (৩৩) ও জানু পারভিন (২২)।

এদিকে সদরের বৈকারি বিলে সোমবার বেলা ২টার দিকে বজ্রপাতে এক মাছের ঘের মালিকের মৃত্যু হয় বলে সাতক্ষীরা সদর থানার ওসি মারুফ আহমেদ জানান।

নিহত সাজু হোসেন (২৫) ওই ইউনিয়নের আব্দুস সালামের ছেলে।

বৈকারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছাদুজ্জামান বলেন, তিন-চারজন কর্মচারীর সঙ্গে নিজের মাছের ঘেরে কাজ করছিলেন সাজু। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তারা বাড়ির পথে রওনা হন।

“পথে বজ্রপাতে ঘটনাস্থলেই সাজুর মৃত্যু হয়।“

এছাড়া আহত হন দুই শ্রমিক। তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসার সময় আবুল খায়ের (২৫) নামে আরেকজন মারা যান বলে তিনি জানান।

এসি   

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি