ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

সাতমাস পর খুলল ভারত-বাংলাদেশ আকাশ পথ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৬, ২৮ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

করোনা পরিস্থিতিতে চলতি বছরের মার্চের শেষ দিকে বন্ধ হয় বাংলাদেশ-ভারত বিমান চলাচল। দীর্ঘ ৭ মাস পর এয়ার বাবল চুক্তির আওতায় প্রথম বারের মতো আবারও ফ্লাইট পরিচালনা শুরু করেছে দুই দেশ। প্রথম দিনে ইউএস বাংলা এয়ারলাইন্স ঢাকা-চেন্নাই, ঢাকা কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা শুরু হয়েছে। 

আজ বুধবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী নতুন করে বিমান চলাচলের উদ্বোধন করেন। এ সময় খুব শিগগিরই পর্যটকদের জন্য ভারতীয় ভিসা দেয়া হবে বলে জানান তিনি। 
    
জানাযায়, ভারত বাংলাদেশসহ ১৪টি দেশের সঙ্গে এয়ার বাবল চুক্তি সই করেছে। চুক্তির আওতায় সপ্তাহে ৫৬টি বিমান চলাচল করতে পারবে। ভারতীয় হাইকমিশনার বলেন, ‘এয়ার বাবল চুক্তির অধীনে বিমান চলাচল বাংলাদেশ-ভারতের জনগণের মধ্যে সম্পর্ককে আরও এগিয়ে নেবে।’

এদিকে দীর্ঘদিন পর ভারতে যেতে পেরে সন্তুষ্ট যাত্রীরাও। ভারতগামী কয়েকজন জানান, ‘যেখানে তিনমাস পরপর যাওয়ার কথা, সেখানে করোনার কারণে অনেকটা ক্ষতি হয়ে গেল। দীর্ঘদিন পর চালু হলেও এখন যেতে পারছি। তাই ভাল লাগছে।’

তবে করোনার আগে যেখানে গড়ে ৭ থেকে ১০ হাজার ভিসা দেয়া হতো, তা এখন এক হাজারে নেমে এসেছে। তবে এখন পুরোদমে ভিসা সেবা দিতে তৈরি ভারতীয় হাইকমিশন। 

এআই/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি