সাবেক মন্ত্রী এবিএম গোলাম মোস্তফা সড়ক দুর্ঘটনায় আহত
প্রকাশিত : ২৩:৩৭, ১৯ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১১:৩৬, ২০ ডিসেম্বর ২০১৮

নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করে ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী এবিএম গোলাম মোস্তফা। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
মঙ্গলবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনার গোমতা-তীরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চান্দিনার গোমতা-তীরচর এলাকায় পৌঁছে চাকা পাংচার হয়ে তাদের বহনকারী গাড়িটি পাশের খাদে পড়ে। এতে গাড়িটি দুমরে মুচড়ে যায়। এতে আহত হন এবিএম গোলাম মোস্তফা, তার ব্যক্তিগত সহকারী আকতার হোসেন, সফর সঙ্গী ফারুক আহমেদ জীবন এবং গাড়ির চালক।
পরে তাদেরকে উদ্ধার করে ধুপখোলা আজগর আলী প্রাইভেট হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। এরপর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে আনা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা এবং দেবিদ্বার আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুলের নির্বাচনী প্রচারণা শেষে ঢাকায় ফিরছিলেন এবিএম গোলাম মোস্তফা।
সাবেক সচিব এবিএম গোলাম মোস্তফা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের এমপি ছিলেন। তিনি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। তার গ্রামের বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড়শালঘর গ্রামে।
কেআই/এসি
আরও পড়ুন