ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

সাভারে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ধর্ষণ, থানায় মামলা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৩, ১৮ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ঢাকার উপকন্ঠ সাভারে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গণ বিশ্ববিদ্যালয়ের একছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছে ভুক্তভোগী ওই শিক্ষার্থী। গতকাল মঙ্গলবার রাতে সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে (মামলাটি-৭৩) দায়ের করেন।  

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোলয়া গ্রামের অঞ্জু রায় ঢাকার ধামরাইয়ে দিদিমার বাসায় থেকে সাভারের গণবিশ্ববিদ্যালয় এলাকায় পড়াশুনা করতো।এ সময় সাভার পৌর এলাকার ঘোষপাড়া মহল্লার মৃত বিশ্বনাথ ঘোষের ছেলে সৌমনাথ ঘোষের (২৫) সাথে মোবাইল ফোনে তার পরিচয় হয়। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। 

গত ২৮ আগষ্ট ওই শিক্ষার্থীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সাভারে নিয়ে আসে। উভয়ে কথা বলার জন্য সাভার পৌরসভার ঘোষপাড়া মহল্লায় তার বন্ধু অনিকের বাড়িতে (নং-৪৬) নিয়ে যায়। সেখানে অনিকের সহায়তায় তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে প্রেমিক সৌমনাথ। এ সময় তাকে বিয়ের কথা বললে সে কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে বিষয়টি সামাজিকভাবে কোন সুরাহা না হওয়ায় মঙ্গলবার রাতে সাভার মডেল থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই শিক্ষার্থী।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, ভুক্তভোগী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লিখিত অভিযোগ মামলা হিসেবে রুজু করা হয়েছে। এ ঘটনায় ধর্ষক সৌমনাথ ও তার সহযোগীকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে বলে তিনি জানান। 

কেআই/এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি