ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫

সারাদেশে বইছে তাপপ্রবাহ (ভিডিও)

প্রকাশিত : ১৫:১৫, ১২ মে ২০১৯

Ekushey Television Ltd.

সারাদেশে এখনো বইছে তাপপ্রবাহ। গরমে অতিষ্ঠ মানুষ-প্রাণ-প্রকৃতি। বেড়েছে গরমজনিত রোগ-বালাই। আবহাওয়া অফিস বলছে, এরকম অবস্থা থাকবে আরো দু’একদিন। আজও দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

কমছে না গরমের দাপট! অসহনীয় রোদ আর গরমে অতীষ্ট জনজীবন। বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না মানুষ। এ দৃশ্য রাজধানীসহ সারাদেশের।

আবহাওয়া অফিসের তথ্যমতে, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, নোয়াখালী, রাজশাহী ও পাবনা অঞ্চলসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। যশোর ও চুয়াডাঙ্গাতে তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের উপরে।

এদিকে, প্রখর সূর্যের তাপে অতীষ্ঠ জনজীবন।

বেশি কষ্টে আছেন মজদুর ও খেটে খাওয়া মানুষ। তীব্র তাপদাহে ওষ্ঠাগত শ্রমজীবী মানুষের প্রাণ। জীবনের চাকা সচল রাখতে তীব্র গরমেও কাজে বের হতে হচ্ছে তাদের।

তবে সারাদেশে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি