ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫

সারা দেশে চলছে সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫১, ২৩ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১১:৫৪, ২৩ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

অভিযোগ, পাল্টা অভিযোগের মাধ্যমে সারা দেশে চলছে সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, নৌকায় ভোট চাইছেন আওয়ামী লীগ ও মহাজোটের প্রার্থীরা। আর গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলে, ধানের শীষে সমর্থন চাইছেন ঐক্যফ্রন্ট্রের প্রতিদ্বন্দ্বীরা।

আর মাত্র সাত দিন বাকি। তাই বসে থাকার সময় নেই। মিছিল, মিটিং, উঠান বৈঠক আর লিফলেট বিতরনের মাধ্যমে গণসংযোগে ব্যস্ত প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা।

ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় প্রচার-প্রচারণা চালিয়েছেন নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা। কালনাঘাটে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে নৌকায় ভোট চান তিনি।

হরিণখানা মাঠে নির্বাচনী জনসভা করেন বাগেরহাট-২ আসনের আওয়ামী লীগ প্রার্থী শেখ সারহান নাসের তন্ময়। দক্ষিনাঞ্চলের উন্নয়নে নৌকায় ভোট চান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিন।

ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে মহাজোটের প্রার্থী এবাদুল করিম বুলবুল রতনপুর ইউনিয়নে গণসংযোগ ও পথসভা করেন।

সাজানো মামলায় নেতা-কর্মীদের গ্রেফতার ও হয়রানির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন মুন্সীগঞ্জ-১ আসনের ঐক্যফ্রন্ট প্রার্থী শাহ মোয়াজ্জেম হোসেন। 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি