ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

সালমানের সঙ্গে রুপালি পর্দায় অভিষেক হচ্ছে ইউলিয়ার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৬, ২১ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

গায়ক হিসেবে অভিষেকের পর এবার অভিনেত্রী হিসেবে রুপালি পর্দায় অভিষেক হতে যাচ্ছে রোমানিয়ার মডেল ও অভিনেত্রী ইউলিয়া ভানটুরের। পরিচালক প্রেম আর সোনির আসন্ন ‘রাধা কিঁয়ু গৌরী ম্যায় কিঁয়ু কালা’ ছবিতে প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন বলিউড সুপারস্টার সালমান খানের ‘প্রেমিকা’ ইউলিয়া।

অনেক দিন ধরেই সালমান খানের সঙ্গে ইউলিয়ার প্রেমের গুঞ্জন চলছে। বিভিন্ন স্থানে তাদের একসঙ্গে দেখা যায়। সালমানের পরিবারের সঙ্গেও ভালো সখ্য রোমানিয়ার মডেলের। তবে প্রেমের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে দুজনকেই কিছু বলতে শোনা যায়নি।

যৌন নিগ্রহের শিকার এক নারীর লড়াই নিয়ে ‘রাধা কিঁয়ু গৌরী ম্যায় কিঁয়ু কালা’ ছবির চিত্রনাট্য। এ ছবির ট্যাগলাইন ‘নেম শেম দ্য রেপিস্টস’।

মজার ব্যাপার হলো, এ ছবিতে অভিনয়ের জন্য ইউলিয়াকে পরামর্শ দিয়েছিলেন সালমান। সঠিক চিত্রনাট্যটি বাছাইয়ে সালমানের জানাশোনা নিয়ে কথা বলতে গিয়ে ইউলিয়া বলেছেন, সালমানের ওপর তার আস্থা আছে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি