ঢাকা, রবিবার   ২০ জুলাই ২০২৫

সিটি নির্বাচনের নতুন ভোটারদের গুরুত্বপূর্ণ ভূমিকা(ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০২, ২০ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

রাজশাহী সিটি নির্বাচনের ফলাফলে এবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নতুন ভোটাররা। জেনে-বুঝে যোগ্য প্রার্থীকে ভোট দিতে চাচ্ছেন তারা। আর নতুন ভোটারদের চাওয়া মাথায় রেখে প্রতিশ্র“তিও দিয়ে যাচ্ছেন প্রার্থীরা।

রাজশাহী সিটি করপোরেশনে এবার তরুণ ভোটার রয়েছে প্রায় ৩২ হাজার। যারা এবারই প্রথম ভোট দেবেন।

নগরীর উন্নয়নে যারা অবদান রাখবে এমন প্রতিনিধিই তাদের কাম্য।

এদিকে নতুন ভোটারদের যোগ্য প্রার্থীকে ভোট দিতে উদ্ধুদ্ধ করতে কর্মসূচি হাতে নিয়েছে সু-শাসনের জন্য নাগরিক সুজন। সুজনের ফেসবুক পেইজে পাওয়া যায় মেয়রসহ সাধারন ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের হলফনামা।

অন্যদিকে তরুণ ভোটারদের বিষয়টি মাথায় রেখে প্রতিশ্র“তিও দিয়ে যাচ্ছেন প্রার্থীরা।

রাজশাহী সিটির ৩০ জুলাইয়ের নির্বাচনে মেয়র পদে ৫, সাধারণ কাউন্সিলর পদে ১৬০ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৫২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৮ হাজার ১৩৮ জন।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি