ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

‘সিনবাদের’ দাম ১৮ লাখ!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৩, ১৬ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

এক হাজার ছয়শো আট কেজি ওজন ‘সিনবাদের’। তবে এই সনবাদ কোনও ব্যক্তি নয়। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বিল্লাল হোসেনের গৃহপালিত ষাঁড় এই সিনবাদ। এবারের ঈদুল আজহা উপলক্ষে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে লালন-পালন করে প্রস্তুত করা হয়েছে সিনবাদকে। ৪০ দশমিক ২০ মণ ওজনের এই সিনবাদের দাম হাঁকা হয়েছে ১৮ লাখ টাকা।

খামারি বিল্লাল হোসেন জানিয়েছেন, এক বছর আগে একই উপজেলার গোপালপুর গ্রাম থেকে ২ বছর বয়সী হলিস্টিন ফ্রিজিয়ান জাতের ষাঁড়টি কেনেন। শুরু থেকেই দেশীয় পদ্ধতিতে সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাওয়ান ষাঁড়টিকে। বেশ রাজকীয়ভাবেই লালন-পালন করছেন গরুটিকে। আদর করেই এর নাম রেখেছেন সিনবাদ।

তিনি জানন, সিনবাদকে রাখার ঘরটির মেঝে পাকা করা হয়েছে। ঘরে যাতে কোনও ময়লা আবর্জনা না থাকে সেজন্য প্রতিদিনই পরিষ্কার করা হয়। ঘরে রয়েছে দুটি সিলিং ফ্যানসহ মোট পাঁচটি ফ্যান। এছাড়া পায়ের গোড়ালিতে যাতে ব্যথা না পায় সেজন্য ফ্লোড়ে পাতা আছে ম্যাট।

তিনি আরও জানান, সিনবাদকে কাঁচা ঘাস, গমের ভূসি, শুকনা খড়, ছোলা এসবের পাশাপাশি আঙুর, মাণ্টা, কলা, পেয়ারা, মিষ্টি কুমড়া খাওয়ানো হয়। প্রতিদিন খাওয়া বাবদ খরচ হয় এক হাজার আটশো থেকে দুই হাজার টাকা। এখন এর ওজন দাঁড়িয়েছে ৪০ মণে। আর লম্বায় ৮ ফুট ৫ ইঞ্চি, উচ্চতায় ৬ ফুট। সিনবাদের দাম ১৮ লাখ টাকা চেয়েছেন তিনি। তবে ইতোমধ্যে এর দাম উঠেছে ১২ লাখ।

ভেটেরেনারি সার্জন ডা. মো. সেলিম জাহান বলেন, ষাঁড়টিকে আমি নিয়মিত তদারকি করি। আর খামারিকে রোগ প্রতিরোধ ও খাদ্য ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা দিচ্ছি। ঈদের হাট আগ পর্যন্ত সিনবাদের ওজন আরও বাড়বে বলে জানান সার্জন।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি