সিরাজগঞ্জে গৃহবধু হত্যা মামলায় স্বামীসহ ৪ জনের মৃত্যুদন্ডাদেশ
প্রকাশিত : ২০:২৬, ২২ জানুয়ারি ২০১৯

সিরাজগঞ্জে চাঞ্চল্যকর গৃহবধূ সুমি রানী রায় হত্যা মামলার রায়ে স্বামীসহ ৪ জনের মৃত্যুদন্ডাদেশ এবং দণ্ডিত প্রত্যেককেই ১ লক্ষ টাকা করে অর্থদন্ডে দন্ডিত করার আদেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় প্রদান করেন।
মামলার বিবরণীতে জানা গেছে, ১৯৯৯ সালে সিরাজগঞ্জ পৌর এলাকার মুজিব সড়কের শীলা জুয়েলার্সের মালিক সুবির রায়ের সাথে টাঙ্গাইল সাহা পাড়ার গোপি নাথ বিশ্বাসের কন্যা সুমি রানী রায়ের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন সুমিকে যৌতুকের টাকার জন্য বিভিন্ন সময় নির্যাতন করতো। এ জন্য ২০০১ সালের ১২ জানুয়ারী নির্যাতনের এক পর্যায়ে তার মৃত্যু হয়। পরে সুমির পিতা গোপি নাথ বিশ্বাস বাদী হয়ে জামাতা সুবির রায়, জামাতার বড় ভাই ডা. সুশিল রায় কলেজ শিক্ষক সুনিল রায়, মা উষা রায় ও কাকা মনোরঞ্জন রায়কে আসামী করে সদর থানায় মামলা দায়ের করে।
এর মধ্যে উষা রায় ইতিপূর্বে মারা গেছেন। ঘটনার পর থেকে আসামীরা এখনও পলাতক রয়েছে। তাদের অনুপস্থিতে ৪ জনকে মৃত্যুদন্ডাদেশ দেওয়া হয় এবং প্রত্যেককে এক লক্ষ টাকা করে অর্থদন্ডে দন্ডিত করা হয়।
কেআই/এসি
আরও পড়ুন