ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫

সী ন্যাচারাল ফুডের রেডি টু কুক আইটেম “রোজা”

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩০, ১০ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

সী ন্যাচারাল ফুড বাজারে নিয়ে এসেছে সামুদ্রিক মাছের তৈরী প্রক্রিয়াজাত খাবার-রেডি টু কুক আইটেম “রোজা”। 

আজ রাজধানীর সুপার চেইন স্টোর ইউনিমার্ট এবং মীনা বাজারে রোজা’র উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সী ন্যাচারাল ফুড লিমিটেডের চেয়ারপার্সন জয়া আহমেদ কবির, পরিচালক আমিরান হোসেন ও মাকামি মাহমুদ, সিইও টি.ডি. পাকির, জিএম হেলাল ইউ চৌধুরী এবং বেসিসের প্রেসিডেন্ট আলমাস কবির।

“রোজা” এখন থেকে রাজধানীর ইউনিমার্ট, মীনা বাজার, আগোরা, স্বপ্ন এবং ল্যাভেন্ডার চেইন স্টোরে পাওয়া যাবে।
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি