ঢাকা, শনিবার   ১৩ সেপ্টেম্বর ২০২৫

সুনামগঞ্জের অন্যতম প্রাকৃতিক সম্পদ বালু (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩২, ৯ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

সুনামগঞ্জের অন্যতম প্রাকৃতিক সম্পদ বালু। নির্মাণকাজে ব্যবহারের জন্য এখানকার নদ-নদী  থেকে আহরিত বালুর ভাল চাহিদা রয়েছে। সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। তবে বালু উত্তোলন ও সরবরাহে সুর্নিদিষ্ট নীতিমালা না থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা, সরকারও হারাচ্ছে রাজস্ব।

সুনামগঞ্জের সীমান্তবর্তী নদী দিয়ে বিপুল পরিমাণ বালু আসে মেঘালয়ের পাহাড় থেকে। এসব বালু উত্তোলনের পর, প্রতিদিনই  শতশত কার্গো, বলগেট নৌকায় সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে।

বালু উত্তোলন কাজে জড়িত হাজার হাজার শ্রমিক। তবে এই প্রাকৃতিক সম্পদ আহরণে সুনির্দিষ্ট কোন নীতিমালা নেই। তাই বালু উত্তোলন ও সরবরাহে জটলায় পড়তে হয় ব্যবসায়ীদের। শ্রমিকদের রোজকার কর্মসংস্থানও দুরহ হয়ে পড়ে। একইসঙ্গে যত্রযত্র অবৈধভাবে বালুও তুলছে অসাধু চক্র।

ব্যবসায়ীরা জানান, সুনামগঞ্জের বালু উন্নতমানের হওয়ায় তা দিয়ে তৈরি হচ্ছে গ্লাস।

বালু উত্তোলনে নির্দিষ্ট নীতিমালা করার দাবি জানিয়েছে ব্যবসায়ী সংগঠনগুলো।

সম্ভাবনাময় এ বালুশিল্পের উন্নয়নে সরকারের বাস্তবমুখী পদক্ষেপ নেয়ার প্রত্যাশা সংশ্লিষ্টদের।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি