ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫

সুনামগঞ্জে আ. লীগ কর্মী খুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৪, ৩০ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় সাইফুল ইসলাম (৪০) নামে এক আওয়ামী লীগ কর্মী খুন হয়েছেন। দায়ের হাতলের আঘাতে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার রাতে উপজেলার জয়শ্রী ইউনিয়নের মহিষপুর গ্রামে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত সাইফুল ইসলাম মহিষপুর গ্রামের সোনা মিয়া তালুকদারের ছেলে বলে জানা গেছে। এই ঘটনায় পুলিশ একই গ্রামের জায়েদ আলীর ছেলে মিস্টার মিয়া ও তার স্ত্রী রোজিনাকে আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জয়শ্রী ইউনিয়নের মহিষপুর গ্রামের সাইফুল ইসলাম কিছুদিন আগে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেন।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি