ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

সুন্দরবনে র‌্যাব-বনদস্যুদের গোলাগুলি, আটক ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৭, ১৭ আগস্ট ২০১৭ | আপডেট: ১৭:৩১, ১৮ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক খালে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‌্যাব) সদস্যদের সঙ্গে বনদস্যুদের গোলাগুলি চলছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে র‌্যাব-৮-এর অধিনায়ক লে. কর্নেল আনোয়ারুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

এ সময় দুজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বেশ কিছু অস্ত্র।

আনোয়ারুজ্জামান জানান, বৃহস্পতিবার সকাল থেকে এ অভিযান শুরু হয়েছে। আন্ধারমানিক এলাকায় এখনো অভিযান চলছে। মুক্তিপণের দাবিতে জেলে অপহরণের পর জিম্মিদের নিয়ে বনদস্যু সুমন বাহিনী পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক খালে অবস্থান করছে—এমন খবরের ভিত্তিতেই অভিযান চালান র‌্যাব সদস্যরা।

র‍্যাব অধিনায়ক জানান, খালের মধ্যে ওত পেতে থাকা দস্যুরা র‌্যাব সদস্যদের দেখামাত্র গুলি ছুড়তে থাকে। তখন র‍্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। উভয়ের মধ্যে ঘণ্টাব্যাপী থেমে থেমে গুলি চলে।

এ সময় দুজনকে আটক করা হয়। তাদের মধ্যে একজন সুমন বাহিনীর দ্বিতীয় শীর্ষ নেতা। বাকিরা বনে পালিয়ে যায় বলেও জানান র‍্যাব কর্মকর্তা। তিনি আরো জানান, পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি