ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

আবরারকে চাপা

সুপ্রভাত বাসের চালকের সহকারী গ্রেফতার

প্রকাশিত : ১২:৪৬, ২৭ মার্চ ২০১৯ | আপডেট: ১৩:৫৫, ২৭ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

রাজধানীর প্রগতি স্মরণীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীকে চাপা দেয়া সেই সুপ্রভাত বাসচালকের সহকারীকে গ্রেফতার করা হয়েছে। তার নাম ইয়াসিন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ওবায়েদুর রহমান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে, মঙ্গলবার দিবাগত রাতে রাজধানী থেকে তাকে (বাসচালকের সহকারী) ডিবি পুলিশ গ্রেফতার করে।

তিনি আরও বলেন, এ বিষয়ে আজ বুধবার সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

প্রসঙ্গত, গত ১৯ মার্চ মঙ্গলবার সকালে রাজধানীর প্রগতি সরণি এলাকায় সুপ্রভাত বাসের চাপায় নিহত হন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী। এরপর আবরার নিহতের ঘটনায় দায়ী বাসচালের বিচার ও নিরাপদ সড়কের দাবিতে টানা দুদিন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি