সুপ্রিমকোর্টে শারীরিক উপস্থিতিতে শুরু বিচার কাজ
প্রকাশিত : ১৫:২৪, ৬ মার্চ ২০২২

করোনাভাইরাসের সংক্রমণ কমে আসায় সুপ্রিমকোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে শারীরিক উপস্থিতিতে বিচার কাজ শুরু হয়েছে। দেড় মাস পর সরাসরি বিচার কাজে ফিরলো দেশের সর্বোচ্চ আদালত।
স্বাস্থ্যবিধি মেনে শারীরিক উপস্থিতিতে রোববার সকাল ৯টার দিকে সুপ্রিমকোর্টের আপিল বিভাগে এবং সকাল সাড়ে ১০টার পর থেকে হাইকোর্ট বিভাগে বেঞ্চগুলোতে বিচার কাজ শুরু হয়।
শারীরিক উপস্থিতিতে বিচার কাজ শুরু হওয়ায় আদালত চত্বর আইনজীবীদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠেছে।
এদিকে, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে প্রার্থী ও তাদের সমর্থকদের প্রচারণা চলে সকাল থেকে। সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ভবনের সব প্রবেশ মুখে উৎসবমুখর পরিবেশে প্রার্থী ও তাদের সমর্থকরা ভোট চেয়ে প্রচারণা চালান। পাশাপাশি সমিতির মেইন বিল্ডিং থেকে এনেক্স ভবনে প্রার্থীদের পক্ষে প্রচারণা চালান তাদের সমর্থকেরা।
শারীরিক উপস্থিতিতে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচার কাজ পরিচালনার সিদ্ধান্ত হয় ৩ মার্চ।
নতুন করে করোনাভাইরাস সংক্রমণ বাড়ায় গত ১৯ জানুয়ারি থেকে সুপ্রিমকোর্টে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ভার্চুয়ালি বিচার কাজ শুরু হয়। দেড় মাস পর সরাসরি বিচার কাজে ফিরলো দেশের সর্বোচ্চ আদালত।
এএইচ/
আরও পড়ুন