ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

সুপ্রিম কোর্টে ৬৫ বছরের পুরাতন সিন্দুক ভাঙা নিয়ে রহস্যের সৃষ্টি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২২, ২৫ অক্টোবর ২০২৩ | আপডেট: ১৭:২৩, ২৫ অক্টোবর ২০২৩

Ekushey Television Ltd.

সুপ্রিম কোর্টের হিসাব শাখার ৬৫ বছরের পুরাতন দুটি লোহার সিন্দুক ভাঙ্গাকে কেন্দ্র করে রহস্যের সৃষ্টি হয়। প্রায় ২ ঘন্টার চেষ্টার পর সিন্দুক দুটি খোলা সম্ভব হয়েছে। 

গ্যাস কাটার দিয়ে সিন্দুক দুটি কেটে খোলা হয়। আর সিন্দুক খোলার এরমধ্য দিয়ে রহস্যের অবসান ঘটে। এসময় উৎসুক মানুষ ভীড় জমায়। 

সিন্দুক কেটে নগদ অর্থের বান্ডিল, পয়সা, প্রাইজবন্ড, পুরানো চিঠি, সিলমোহর, চাবিসহ গুরুত্বপূর্ণ কিছু নথি পাওয়া গেছে।

এ বিষয়ে সুপ্রিম কোর্ট কিপার বশির আহমেদ হিরা বলেন, সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে সিন্দুক দুটি নিলামে বিক্রি করা হয়। শর্ত ছিল ভেতরে থাকা জিনিসপত্র সুপ্রিম কোর্টে জমা দিতে হবে। সিন্দুকের লোহার অবকাঠামা নিলামকারী নিয়ে যাবে। আমরা ধারণা করছি সিন্দুক দুটি ১৯৬৭ সালের দিকের হবে। 

ওই সময় থেকে সিন্দুকে গুরুত্বপূর্ণ জিনিস, নথি রাখা হতো।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি