ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫

সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অভিনেতা দীপঙ্কর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৬, ২১ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অভিনেতা দীপঙ্কর দে। গত ১৭ জানুয়ারি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তিন দিন চিকিৎসা শেষে অবশেষে তাকে রিলিজ করা হয়েছে। ২০ জানুয়ারি, হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন তিনি।

ভারতীয় বাংলা বিনোদন জগতের জনপ্রিয় এ তারকা সম্প্রতি বিয়ে করেছেন। অনেক দিনের সঙ্গী অভিনেত্রী দোলন রায় কে বিয়ে করেছেন তিনি। তবে বিয়ের পরের দিন দীপঙ্কর দে-র শ্বাসকষ্টজনিত সমস্যা প্রবল আকারে দেখা দিলে স্থানীয় সল্টলেকের আমরি হাসপাতালের আইসিসিইউ-তে ভর্তি করা হয়।

অভিনেতা এখন অনেকটাই সুস্থ বলে জানা গেছে।

এর আগে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে অভিনেত্রী দোলন রায়ের সঙ্গে বিবাহ-বন্ধনে আবদ্ধ হন পশ্চিমবঙ্গের জাঁদরেল এই অভিনেতা। দীর্ঘদিন ধরেই লিভ-ইন রিলেশনশিপে ছিলেন দীপঙ্কর দে ও দোলন রায়।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি