ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

সেন্ট মার্টিনে ১ মার্চ থেকে রাতযাপন নিষিদ্ধ!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৮, ৮ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

আগামী ১ মার্চ থেকে সেন্ট মার্টিন দ্বীপে রাতযাপন নিষিদ্ধ হচ্ছে। শুধু দিনের বেলায় পর্যটকদের যেতে দেওয়া হবে। পর্যটকদের ভারে বিপন্ন হতে চলা দ্বীপটিকে রক্ষায় এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানা গেছে। জানা গেছে, সেন্ট মার্টিন দ্বীপ রক্ষায় গঠিত আন্তমন্ত্রণালয় কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।

৯ সেপ্টেম্বরের আন্তমন্ত্রণালয় সভায় সেন্ট মার্টিন দ্বীপের জীববৈচিত্র্য ধ্বংসের চিত্র তুলে ধরে পরিবেশ অধিদপ্তর একটি প্রতিবেদন দেয়। আর সেই প্রতিবেদন অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

পরিবেশ অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, বর্তমানে প্রতিদিন ১০ থেকে ২০ হাজার পর্যটক সেন্ট মার্টিন দ্বীপে যায় এবং অবস্থান করে। এতে দ্বীপটির জীববৈচিত্র্য ধ্বংসের পথে। শুধু তা–ই নয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরসহ বিভিন্ন সংস্থা থেকে নির্মাণ করা রাস্তায় দ্বীপটির ক্ষতি বাড়ছে।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি