ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরষ্কার জিতেন মুস্তাফিুর রহমান

প্রকাশিত : ১৬:৪০, ৩০ মে ২০১৬ | আপডেট: ১৬:৪০, ৩০ মে ২০১৬

Ekushey Television Ltd.

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের এবারের আসরের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরষ্কার জিতেন মুস্তাফিুর রহমান। প্রথমবারের মতো আইপিএলে অংশ নিয়েই দারুণ চমক দেখালেন বাংলাদেশি তুরুণ পেসার মুস্তাফিজ। আইপিএলের নবম আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে বিশ্ব গণমাধ্যমে নজর কাড়েন কাটারমাস্টার মুস্তাফিজ। উদীয়মান খেলোয়াড়ের তালিকায় টুর্নামেন্টের প্রথম থেকেই শীর্ষে ছিলেন এই বাহাতি পেসার। ৮৩.২ শতাংশ ভোটে সেরা পুরষ্কার জেতা মুস্তাফিজের পরে থাকা লোকেশ রাহুল পেয়েছেন ৬.৫ শতাংশ ভোট। আর ৩.৭ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থানে আছেন ক্রুনাল পান্ডে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি