ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

গৃহকর্মিকে ধর্ষণের অভিযোগে পিতাপুত্র আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০০, ৩০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের সলঙ্গায় কাজের মেয়েকে নিয়মিত ধর্ষণের অভিযোগে বাবা ও ছেলেকে আটক করেছে থানা পুলিশ।

বুধবার দুপুর তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

এর আগে মঙ্গলবার (২৯ এপ্রিল) সলঙ্গা থানার চরিয়া কান্দিপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন চরিয়া কান্দিপাড়া গ্রামের জোদু ফকিরের ছেলে জমশের ফকির (৬৫) ও তার ছেলে আনারুল ইসলাম মুক্তা ফকির (৩৫)।

এ ব্যাপারে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান জানান, ধর্ষণের শিকার ওই নারী দীর্ঘ ৫ বছর ধরে জমশের ফকিরের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করে আসছিলেন। বাবা ও ছেলের ধর্ষণে মেয়েটি ২ মাসের গর্ভবতী হয়ে পরে। এ ঘটনায় ধর্ষীতার মা রোজিনা খাতুন থানায় পৃথক দুটি  ধর্ষণের অভিযোগ দায়ের করেন।

এরপর থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত বাবা-ছেলেকে আটক করে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি