ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

সৈয়দপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৩, ১৮ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৬:৫২, ২২ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

নীলফামারীর সৈয়দপুরে দুটি ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সোমবার ভোর রাতে বাইপাস সড়কের ধলাগাছ মতির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ট্রাকচালক মো. দুলাল, হেলপার মো. আতিকুল। অপর জনের নাম পাওয়া যায়নি।

পুলিশ জানায়, ধলাগাছ মতির মোড়ে একটি বিকল ট্রাক মেরামত করছিল চালক ও হেলপার। এ সময় ট্রাকটিকে পিছন দিক থেকে আসা অপর একটি ট্রাক ধাক্কা দেয়। এতে দুই ট্রাক রাস্তার ধারে খাদে পড়ে।

দুর্ঘটনায় ঘটনাস্থলে তিনজন মারা যান। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশগুলোকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। সৈয়দপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরকে/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি