ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

সোহরাওয়ার্দীর গাছ কাটা নিয়ে সংবাদ সম্মেলন আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৮, ১১ মে ২০২১

Ekushey Television Ltd.

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কাটা নিয়ে সমালোচনার মধ্যে জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। আজ মঙ্গলবার সকাল ১১টায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন।

মোজাম্মেল হক বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে ‘স্বাধীনতা স্তম্ভ নির্মাণ’ প্রকল্প বাস্তবায়নে কাজ চলছে। এ জন্য কিছু গাছ কাটা হচ্ছে। পরিবেশবাদীরা এ নিয়ে প্রশ্ন তুলেছেন, অনেকের মধ্যে বিভ্রান্তি রয়েছে। এসব বিভ্রান্তি দূর করতে প্রকল্পের কার্যক্রম সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে। 

মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য ও জনসংযোগ কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সংবাদ সম্মেলন আহ্বানের বিষয়টি জানানো হয়।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি