ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

সোহেল নিহতের ঘটনায়, ঘাতক ড্রাইভারের বিচারের দাবিতে মানববন্ধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪১, ২০ মে ২০১৭ | আপডেট: ১৮:০৩, ২০ মে ২০১৭

Ekushey Television Ltd.

সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা জালাল উদ্দিন সোহেল নিহতের ঘটনায়, ঘাতক ড্রাইভারের বিচারের দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম মহানগর ছাত্রদল।
শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধনে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হোসেন বক্করসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা। বক্তৃতায় নেতারা, অবিলম্বে ছাত্রদল নেতা সোহেল নিহতসহ অন্যান্য দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি জানান। পরে বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি