ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

সৌদিতে আরও এক বাংলাদেশি হাজীর মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৫, ২৬ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

পবিত্র হজ পালন শেষে দেশে ফেরার জন্য অপেক্ষমাণ আরও এক বাংলাদেশি হাজীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে পবিত্র হজ পালন করতে গিয়ে মৃত হাজীর সংখ্যা ১০৬ জনে দাঁড়ালো।

জানা যায়, মৃত হাজীর নাম মো. কবির আহমেদ। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার এ বাসিন্দা গতকাল রোববার মক্কা আল মুকাররমায় মারা যান। তিনি পবিত্র হজ পালনে গত ২৫ জুলাই বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৩৫৭ ফ্লাইটে সৌদি আরব যান।

উল্লেখ্য, এবার হজ পালনে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ২৬ হাজার ৯২৩ জন সৌদি আরবে যান। গত ১০ আগস্ট পবিত্র হজ অনুষ্ঠিত হয়। হজের ফিরতি ফ্লাইট শুরু হয়েছে ১৭ আগস্ট যা ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। হজ পালন করতে গিয়ে মারা যাওয়া ১০৬ জনের মধ্যে ৯০ পুরুষ ও ১৬ নারী। 

এমএসি/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি