ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

স্কুলে ভর্তি পরীক্ষা ১০ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৫, ৭ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৭:০৬, ৭ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

এসএসসির নির্বাচনি পরীক্ষাসহ সব শ্রেণির বার্ষিক পরীক্ষা এগিয়ে আনার পর এবার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভর্তি পরীক্ষা ১০ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বেসরকারি মাধ্যমিক) জাবেদ আহমেদ বলেন, ভর্তি পরীক্ষাসহ সব ধরনের পরীক্ষা আগামী ১০ ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে।’

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্কুলগুলোর বার্ষিক পরীক্ষা দ্রুত শেষ করার জন্য আগে থেকেই প্রস্তৃতি নেয় সরকার। নির্বাচন কমিশন সরকারি স্কুলগুলোর ভর্তি পরীক্ষার সময়ও এগিয়ে আনার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ জানায় এরপর শিক্ষা মন্ত্রণালয় গত ৩১ অক্টোবর এসএসসির নির্বাচনি পরীক্ষাসহ সব শ্রেণির বার্ষিক পরীক্ষা ১০ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দেয়।

এর আগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) আগামী ১৭, ১৮ ও ১৯ ডিসেম্বর সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করেছিল।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পরিচালক (মাধ্যমিক) ড. আব্দুল মান্নান বলেন, ‘আগামী ১০ ডিসেম্বরের মধ্যে বার্ষিক পরীক্ষা শেষ করতে স্কুলগুলোকে মৌখিকভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে ভর্তি পরীক্ষা শেষ করতে হবে।

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি