ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকলে পরিবেশ রক্ষা সহজতর হয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৬, ৬ জুন ২০১৭ | আপডেট: ১৮:১৫, ৬ জুন ২০১৭

Ekushey Television Ltd.

স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকলে টেকসই উন্নয়নের মাধ্যমে পরিবেশ রক্ষা সহজতর হয় বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের সুশীল সমাজের প্রতিনিধিরা।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চট্টগ্রামের লালখান বাজারে টিইআইবি ও সচেতন নাগরিক কমিটির উদ্যোগে মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তারা বলেন, সমাজের প্রতিটি সেক্টরে যদি স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকে পরিবেশও ভালো থাকবে। কারণ পরিবেশ রক্ষার জন্য যেসব বরাদ্দ আসে সেখানেও দুর্নীতির মাধ্যমে অর্থ লোপাট করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন এডভোকেট আখতার কবির চৌধুরী, প্রকৌশলী দেলোয়ার মজুমদার, সমাজকর্মী জেসমিন সুলতানা পারুসহ টিআইবির কর্মকর্তা ও সনাকের নেতারা।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি