ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫

স্বাধীনতা বিরোধীদের ঘৃণা জানাতে নির্মিত হচ্ছে ঘৃণাস্তম্ভ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৮, ২৫ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক বলেছেন, স্বাধীনতা বিরোধী রাজাকার, আলবদর ও আল শামসদের বিরুদ্ধে ঘৃণা প্রকাশে ঢাকার প্রাণকেন্দ্রে একটি ঘৃণাস্তম্ভ নির্মাণের পরিকল্পনা রয়েছে।

রোববার সংসদ সদস্য বেগম নাসিমা ফেরদৌসীর এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। এই প্রসঙ্গে মন্ত্রী বলেন, ইতোমধ্যে স্থাপত্য অধিদপ্তরের মাধ্যমে এ স্তম্ভের স্থাপত্য নকশার খসড়া প্রস্তুত করা হয়েছে। শিগগিরই এই নকশাটি চূড়ান্ত করা হবে। নকশা চূড়ান্ত করার পর ডিপিপি তৈরি অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হবে।

মন্ত্রী আরও  বলেন, সকল উপজেলায়, ঘৃণাস্তম্ভ নির্মাণের কোনো পরিকল্পনা আপাতত নেই। তবে সুনির্দিষ্ট প্রস্তাব পাওয়া গেলে বিষয়টি বিবেচনা করা হবে।

কেআই/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি