স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন মন্ত্রীদের শ্রদ্ধা
প্রকাশিত : ১২:৪৩, ৮ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১৩:৪৫, ৮ জানুয়ারি ২০১৯

নতুন সরকারের মন্ত্রী সভা গঠন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সাভার জাতীয় স্মৃতিসৌধে ’৭১’র মহান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
শেখ হাসিনা জাতীয় স্মৃতিসৌধের বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে ’৭১’র বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। গতকালই তিনি টানা তৃতীয় মেয়াদে এবং চতুর্থ বারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে এবং তাঁর নবগঠিত মন্ত্রী সভা শপথ গ্রহণ করে।
প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধের বেদীতে পুষ্পাঞ্জলি অর্পণের পর ’৭১’র আত্মোৎসর্গকারী দেশের সূর্য সন্তানদের প্রতি সম্মান জানানোর অংশ হিসেবে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন।
সে সময় সশস্র বাহিনীর একটি সুসজ্জিত দল রাষ্ট্রীয় সালাম জানায়। এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে।
পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে শেখ হাসিনা দলের নবগঠিত মন্ত্রী সভার সদস্যদের নিয়ে জাতীয় স্মৃতিসৌধের বেদীতে আরেকবার শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ, জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ এবং হুইপবৃন্দ, আওয়ামী লীগের সংসদীয় দলের সদস্যবৃন্দ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
শেখ হাসিনা জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়েও স্বাক্ষর করেন।
এর আগে, সকাল ১০টার দিকে রাজধানীর ধানমন্ডির ৩২ এলাকায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নতুন মন্ত্রীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী।
প্রসঙ্গত, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ২৮৮টি আসনে জয়লাভ করে। পরে রাষ্ট্রপতি আওয়ামী লীগকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানান। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ৪৭ সদস্য বিশিষ্ট নতুন মন্ত্রিসভা শপথ গ্রহণ করে।
চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি আবদুল হামিদ মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করান।
এসএ/
আরও পড়ুন