ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

হংকংয়ে চারজনের বেশি জমায়েত নিষিদ্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৪, ১৩ জুলাই ২০২০ | আপডেট: ২৩:০৭, ১৩ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

করোনাভাইরাস নতুন করে আবার বিশ্বের বিভিন্ন দেশে হানা দেওয়া শুরু করেছে। ফলে আবারও লকডাউন দিচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশ। হংকং সরকার সেখানে সংক্রমণের হার আবার বেড়ে যাওয়ায় বুধবার থেকে নতুন করে কড়াকড়ি আরোপ করছে।

হংকং এর প্রধান নির্বাহী ক্যারি ল্যাম জানিয়েছেন, প্রকাশ্য স্থানে চারজনের বেশি মানুষের একসাথে হওয়া নিষিদ্ধ করা হচ্ছে। এর আগে ৫০ জনের বেশি মানুষের সমাবেশ নিষিদ্ধ ছিল।

সব রেস্টুরেন্টে বিকেল ছটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত কেবল বাইরে নিয়ে খাওয়ার জন্য খাবার অর্ডার করা যাবে। আর রেস্টুরেন্টের ভেতরে প্রতি টেবিলে সর্বোচ্চ চারজন পর্যন্ত বসা যাবে। গণ পরিবহনে মাস্ক পরা বাধ্যতামূলক করা হচ্ছে। ব্যায়ামাগার এবং গেমিং সেন্টারগুলো আবার এক সপ্তাহের জন্য বন্ধ করে দেয়া হচ্ছে।

হংকং এ সোমবার নতুন করে ৫২ জনের করোনাভাইরাস ধরা পড়ার পর এই পদক্ষেপ নেয়া হলো। গত জানুয়ারির পর থেকে হংকং কর্তৃপক্ষ ১ হাজার ৫২২ জনের করোনাভাইরাস ধরা পড়েছে বলে জানিয়েছেন। এর মধ্যে মারা গেছে ৮ জন।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি